জীবের শরীর ও কর্ম বিষয়ক প্রশ্নাবলী--

১। জীবের সূক্ষ্ম শরীরটি কি উপাদান দিয়ে তৈরী? উঃ জীবের সূক্ষ্ম শরীরটি মন, বুদ্ধি ও অহংকার দিয়ে তৈরী। ২। জীবের মৃত্যুর পর তার কি গতি হয়? উঃ জীবের মৃত্যুর পর দুই প্রকার গতি হয়। এক-- যে সমস্ত জীর ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসর্মপণ করে, তারা ভগবদ্ভজনের প্রভাবে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে নিত্য আলয় ভগবদ্ধামে গমন করে। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হয়। দুই--যাদের জড়জাগতিক কামনা বাসনা আছে, তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম দিয়ে তৈরী স্থুল শরীরকে পরিত্যাগ করে। কিন্তু মন, বুদ্ধি ও ‍অহংকার নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ কর্মফল বহন করে। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করে আর পূর্ণ কর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকে। এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা আর একটি স্থুল জড় শরীর প্রাপ্ত হয়। এভাবে ৮৪ লক্ষ জীব প্রজাতির যে কোন একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতে হয়। ৩। #দেহ ও আত্মার পার্থক্য কি? উঃ জড় বস্তুর দ্বার নির্মিত শরীর সদা পরিবর্তনশীল, নশ্বর, বিনাশশীল, অনিত্য, স্থুল,বহিরঙ্গা জড়া প্রকৃতির সৃষ্টি। জড়দ

#সনাতন ধর্ম বিষয়ক ১৫টি #প্রশ্ন ও #উত্তর:


১। #পঞ্চ মহাভূত কি?
উত্তরঃ ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম।

২। #আত্মা কি?
উত্তরঃ #জীবাত্মা পরমেশ্বর ভগবান #শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ।

৩। আত্মার নিত্যধর্ম কি?
উত্তরঃ ভগবান #পূর্ণ, আত্মা তার অংশ, তাই জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেন না অংশের কাজ হচ্ছে পূর্ণের #সেবা করা।

৪। মনের ধর্ম কি?
উত্তরঃ মনের ধর্ম সংকল্প ও বিকল্প।

৫। দেহের ধর্ম কি?
উত্তরঃ দেহের ধর্ম ভোগ আর ত্যাগ।

৬। দেহের ছয়টি পরিবর্তন কি কি?
উত্তরঃ জন্ম => বৃদ্ধি => সন্তান-সন্তুতি সৃষ্টি => স্থিতি => ক্ষয় => মৃত্যু।

৭। জীবের 'স্বরূপ' কি?
উত্তরঃ জীবের 'স্বরূপ' হয় কৃষ্ণের নিত্যদাস।

৮। আত্মার আকার কি?
উত্তরঃ আত্মার আকার চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ। তা এতই ক্ষুদ্র যে এই জড় চক্ষু দিয়ে বা যন্ত্রের সাহায্যে আত্মাকে দর্শন করা যায় না। এ ছাড়া আত্মা জড় পদার্থ নয়, তাই জড়ীয় ইন্দ্রিয় ও #যন্ত্র দিয়ে তা দেখা অসম্ভব।

৯। জড় জগৎ কি?
উত্তরঃ #জড় জগৎটি ভগবানের বহিরঙ্গা #ত্রিগুণাত্মিকা #মায়া শক্তির প্রকাশ।

১০। কি কি উপাদান দিয়ে জড়-জগৎ তৈরী হয়েছে?
উত্তরঃ ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, ‍বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান দিয়ে এই জড়-জগৎ তৈরী হয়েছে।

১১। আমি কে?
উত্তরঃ আমি চিন্ময় আত্মা, স্থুল জড় দেহ নই।

১২। ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় কি কি?
উত্তরঃ রূপ, রস, শব্দ, গন্ধ র্স্পশ।

১৩। পঞ্চ #জ্ঞানেন্দ্রিয় কি কি?
উত্তরঃ নাক, জিভ, চোখ, কান ও ত্বক।

১৪। পঞ্চ কমেন্দ্রিয় কি?
উত্তরঃ বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু।

১৫। স্থূল শরীরটি কি কি উপাদান দিয়ে তৈরী?
উত্তরঃ জীবের স্থূল শরীর ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ দিয়ে তৈরী।

Comments

Popular posts from this blog

Aim is the key of success

জীবের শরীর ও কর্ম বিষয়ক প্রশ্নাবলী--